মার্চ ২৯, ২০২৪ ২:৫৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘এ ধরনের ঐক্য স্থায়ী হবে না’

১ min read

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন
জাতীয় ঐক্য স্থায়ী হবে না। ১৬ অক্টোবর, মঙ্গলবার রাজধানীর বনানীতে নবনির্মিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভবন পরিদর্শন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (জাতীয় ঐক্য) ঐক্য, ভাঙ্গনপ্রবণ ঐক্য। এ ধরনের ঐক্য কখনো টিকে না। তেলে-জলে মেশানোর চেষ্টা ব্যর্থ হবে। জাতীয় ঐক্যফ্রন্টের ফরমেশন অনুযায়ী এ ঐক্য স্থায়ী হবে না। এ ধরনের ঐক্য ভঙ্গুর জাতীয় ঐক্য।’

ড. কামাল হোসেনকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে যাওয়ার পর গণফোরাম গঠন করেন। তিনি ভেবেছিলেন তার দলে হাজার হাজার লোক যোগ দেবে। কিন্তু জনগণ তার ডাকে কোনো সাড়া দেয়নি। তিনি একজন গণবিচ্ছিন্ন লোক হিসেবে গণফোরাম করে কোনো রকমে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর জন্য তারেক জিয়ার নেতৃত্ব মেনে নিতেও তার (ড. কামাল) কোনো আপত্তি নেই। বিএনপির নেতা তারেক রহমান। কারণ তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনিই লন্ডন থেকে এ জোটের কলকাঠি নাড়বেন।’

মন্ত্রী বলেন, ‘তার (ড. কামাল) লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো। আর সে জন্য তারেক রহমানের নেতৃত্ব মেনে নিতে তার আপত্তি নেই।’

নির্বাচন কমিশনে (ইসি) গতকালের সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছেন। তিনি রাজনৈতিক দলগুলোর কাছে নামের তালিকা চেয়েছিলেন। সে অনুযায়ী বিএনপির মনোনীত লোক হিসেবে তিনি (মাহবুব তালুকদার) নির্বাচন কমিশনার হয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো পাওয়ার রয়েছে। তারা কোনো বিষয়ে ভেটো দিলে তা বাতিল হয়ে যায়। নির্বাচন কমিশনে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না। সংখ্যাধিক্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।’

‘মেজরিটি একমত হলে সিদ্ধান্ত নেওয়া যায়। এটাই গণতন্ত্রের অভ্যন্তরীণ সৌন্দর্য। ভিন্নমত প্রকাশ করার অধিকার তার রয়েছে। তার নোট অব ডিসেন্ট জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না।’

আওয়ামী লীগের সধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বা অন্য কোনো জোট নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা আগেও ছিল না, এখনো নেই। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির রাজনীতি দিনে দিনে সংকুচিত হয়ে পড়েছে।’ 
(বাসস) 

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!