মার্চ ২৯, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে’

১ min read

 পরিকল্পনামন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন। ২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।    

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অর্থনীতির সব সূচক এখন ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন স্বাভাবিক অবস্থায় রয়েছে। নেতিবাচক কিছু দেখছি না। পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগের যে মন্দাভাব ছিল, সেটা কেটে যাচ্ছে। তাই এ বছর প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে বলে দৃঢ় আশা আমার।’

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় পরিকল্পনামন্ত্রী এ আশা প্রকাশ করেন। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং বর্তমান সরকারের ক্ষমতায় থাকার ধারাবাহিকতার ওপর এই উচ্চ প্রবৃদ্ধি অর্জন নির্ভর করছে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মনে করি, জীবনযাপনের ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক কর্মকাণ্ড কোনো দিক থেকে ব্যাহত হচ্ছে না। এ ছাড়া আমাদের কিছু মেগা প্রকল্পের বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের কিছু দেখছি না। তাই আমরা আশা করছি, এবার জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘অর্থনীতির বর্তমান শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবাহ বাড়ছে। সরকারি বিনিয়োগ অব্যশই উল্লেখ করার মতো। এ কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো এমন পর্যবেক্ষণ করছে।’

তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে বিনিয়োগবান্ধব অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করছি, আগামী দিনগুলোতে এই বিনিয়োগ অনুপাত আরও বাড়বে। বাংলাদেশে জাপানি বিনিয়োগ দ্রুত বাড়ছে। ২০০৯ সালে যেখানে মাত্র ৮২টি জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ ছিল, এখন জাপানি প্রতিষ্ঠানের সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯।’

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড.মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের অনেক সম্ভাবনা রয়েছে, এগুলো ভালোভাবে কাজে লাগাতে পারলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দুই অংকের ঘরে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের অর্থনীতির সেই সক্ষমতাও রয়েছে। জিডিপি প্রবৃদ্ধি কত হলো- সেই বিতর্কে না গিয়ে অর্থনীতি ভালো অবস্থায় আছে কি না, এটাই বড় বিষয়। আমরা সেই জায়গায় ভালো আছি।’

গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস-চেয়ারম্যান ড. সাদিক আহমেদ চলতি অর্থবছরের প্রবৃদ্ধি নিয়ে বলেন, ‘এ বছর দেশে বন্যা বা তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। ফলে কৃষি খাতে প্রবৃদ্ধি বেশ ভালো হবে। পাশাপাশি রফতানিতে ইতিবাচক ধারা রয়েছে। সেবা খাতে বরাবর ভালো প্রবৃদ্ধি হচ্ছে। সুতরাং ম্যানুফেকচারিং খাতে যদি ভালো করতে পারি, তাহলে চলতি অর্থবছরে সরকারের জিডিপির যে লক্ষ্যমাত্রা রয়েছে ৭ দশমিক ৮ শতাংশ, সেটা অর্জন করা সম্ভব হবে।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!