এপ্রিল ২৫, ২০২৪ ৮:০৩ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে সম্মত ২০ দলীয় জোট

১ min read

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের বিষয়ে সম্মত হয়েছে ২০ দলীয় জোট। ৯ সে‌প্টেম্বর, রবিবার রাতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যের বিষয়ে সম্মত হওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘২০ দল সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে সম্মত হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে জাতীয় ঐক্যের যে কথা বলেছেন তাতেও সমর্থন জানিয়েছে ২০ দল।’

‘এ ছাড়া যে সব সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেগুলো হলো খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য জোর দাবি জানানো এবং তাকে চিকিৎসা না দেয়ায় সরকারের তীব্র সমালোচনা করা। প্রশাসনিক সিদ্ধান্তে খালেদা জিয়াকে মুক্তি না দেয়ার কঠোর সমালোচনা করা। খালেদা জিয়াসহ সব রাজবন্দি মুক্তি দাবি করা। তারেক রহমানসহ সব রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি জানানোর সিদ্ধান্ত হয়।’

জোট নেতা গোলাম মোস্তফা ভূঁইয়া ব‌লেন, ‘জোটের আলোচনার মূল বিষয় ছিল বৃহত্তর ঐক্য। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য গঠনে ২০ দলীয় জোট সম্মত হয়েছে। এ ছাড়া জোটের ঐক্য ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!