এপ্রিল ১৯, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১ min read

শাহজালাল ইসলামী ব্যাংক একটি শরীয়াহ ভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। সারাদেশে ব্যাংকটির প্রায় ১৩২টি শাখা রয়েছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে শাহজালাল ইসলামী ব্যাংক স্মার্ট, দক্ষ, এনার্জেটিক ও দক্ষ লোক খুঁজছে। প্রতিষ্ঠানের অডিট অ্যান্ড ইন্সপেকশন, কম্প্লায়েন্স অ্যান্ড মনিটরিং শাখায় লোকবল নিয়োগ দেবে।

পদে নাম : অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না । কাজের ধরন : পূর্ণকালীন। চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের কর্মস্থল হবে করপোরেট হেড অফিস, ঢাকায়

আবেদন যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ধারী হতে হবে। কমার্স ব্যাকগ্রাউন্ডের ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পাঁচ বছরের মধ্যে ২ বছর যেকোনো স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অডিট ও ইন্সপেকশন বিভাগে কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সিএ/ এসিসিএ/আইসিএমএ আংশিক বা পুরোপুরি সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে বসয়সসীমা ৪০ বছর।

প্রার্থীদের জেনারেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ফরেন ট্রেড অপারেশন বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। ভ্যাট, টেক্সেশন অডিট কনসেপ্ট ও টেকনিক্যাল বিষয়ে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে সমস্যা সমাধানে পটু হতে হবে। বিভিন্ন ধরনের মাল্টি টাস্ক সম্পর্কে ধারণা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা হবে। সঙ্গে অন্যান্য বোনাস ও ফান্ডের সুবিধাতো আছেই

আবেদনের যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। তবে সিভি ডাকযোগেও পাঠানো যাবে। এক্ষেত্রে সিভি পাঠাতে হবে হিউম্যান রিসোর্সেস ডিভিশন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, করপোরেট হেড অফিস, শাহজালাল ইসলামী ব্যাংক, লেভেল১১, প্লট-৪ গুলশান এভিনিউ, ঢাকা ১২১২ এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। ডাকযোগে সিভি পাঠানোর সময় অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!