এপ্রিল ২৫, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইলিয়াস কাঞ্চনের পাশে শিল্পীরা

১ min read

বাংলাদেশের একসময়ের তুমুল জনপ্রিয় ও প্রশংসিত চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের ছবিসহ পোস্টার-ব্যানার টাঙিয়ে এবং কুশপুত্তলিকা তৈরি করে সেখানে জুতার মালা রাখার বেশ কিছু ছবি গত সপ্তাহে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। যার প্রতিবাদও চলে ফেসবুকে। তবে এবার এই সিনে নায়কের জন্য রাস্তায় নামলেন তার সহকর্মীরা। ২৫ নভেম্বর, রবিবার দুপুর ১২টায় বিএফডিসির গেটের সামনে মানববন্ধন করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।বক্তব্য রাখছেন মিশা সওদাগর। ছবি- সংগৃহীত

এখানে শিল্পীরা ছাড়াও অংশ নেন পরিচালক ও প্রযোজকরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে এতে অংশ নেন পরিচালক নেতা মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেত্রী অঞ্জনা, অরুণা বিশ্বাস, ইমনসহ অনেকে।শিল্পীদের প্রতিবাদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যে অসম্মানজনক আচরণ করা হয়েছে তার জন্য আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। পাশাপাশি জাতীয় সড়ক নিরাপত্তা আইন ২০১৮-এর পূর্ণ বাস্তবায়ন দাবি করছি আমরা।’

প্রয়োজনে তারা আরও কর্মসূচি হাতে নেবেন বলে জানান তিনি।

১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায় নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জীবন। সে বছরের ২২ অক্টোবর তার একটি ছবির শুটিং দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান স্ত্রী জাহানারা কাঞ্চন। শোকার্ত ইলিয়াস কাঞ্চন এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমা করবেন না।

একসময় শুরু করেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। সাড়া জাগানো অনেক ছবির অভিনেতা ইলিয়াস কাঞ্চন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখনও। যার বয়স ২৬ বছর। আর এ কারণে বেশ কয়েকবার পরিবহন মালিক-শ্রমিকদের রোষানলে পড়েন তিনি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!