মার্চ ২৯, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

শাহরুখ-সালমানদের সিনেমা পাকিস্তানে নিষিদ্ধ

১ min read

শাহরুখ খান, সালমান খান, আমির খান তথা পুরো বলিউড সিনেমার একটা বড় বাজার হলো পাকিস্তান। সেই বাজর বন্ধ হলো। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর এবার ভারতীয় সিনেমাও নিষিদ্ধ করল পাকিস্তান।

০৮ আগস্ট, বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য উপদেষ্টা ফেরদৌস আশিক আওয়ান এ ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের সিনেমা হলে এবার থেকে আর কোনও ভারতীয় সিনেমা চলবে না বলে জানানো হয়েছে।

পাকিস্তানের এই সিদ্ধান্ত নাখোশ হয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। পরিচালক রাহুল ঢোলাকিয়া বলেন, ‘দুই দেশের মধ্যে সিনেমা বন্ধ করে কী হবে? দুই দেশের মধ্যে অভিনেতা, অভিনেত্রীদের নিষিদ্ধ করেই বা কী হবে, তেমনি সিনেমা বন্ধ করেও বা কী হবে? জঙ্গিদের নিষিদ্ধ করুন। যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ঘৃণা ছড়ায়, তাদের নিষিদ্ধ করুন, সিনেমাকে নয়।’ সিনেমার সঙ্গে যুক্ত মানুষরা খারাপ নন বলেও স্পষ্ট মত প্রকাশ করেন রাহুল।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!