মার্চ ২৫, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

জয়া আহসান জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী

ভারতের ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ এ এবারের সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতে নিয়েছেন জয়া আহসান।

সেই সাথে জয়া অভিনীত ‘বিসর্জন’ ছবিটি সেরা ছবির পুরস্কার পেয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের বি কে গ্রাউন্ডসে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

উচ্ছ্বসিত জয়া জানান, ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ খুব সম্মানজনক একটি পুরস্কার। এটি পেয়ে আমি অভিভূত! সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি।দেশের নাম উজ্জ্বল করতে পারি।

উল্লেখ্য, এর আগে ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জয়া। এছাড়া হালের শীর্ষ টালিউড অভিনেত্রীদের মাঝে উজ্জ্বল এক তারকার মতোই জ্বলজ্বল করছেন তিনি। প্রতিবেশী দেশে নিজের এই পোক্ত অবস্থান প্রসঙ্গে জয়া বলেন, ‘বিসর্জন’ ছবিকে কলকাতায় ক্যারিয়ারের একটি মোড় বলা যায়। ভক্তদের কাছে কৃতজ্ঞ, তাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় এতো দূর এসেছি।

আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে জয়া অভিনীত ‘পুত্র’ ছবিটি। এছাড়া ‘বিউটি সার্কাস’ নামের আরেকটি বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

আরও পড়ুন

error: Content is protected !!