এপ্রিল ২৫, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

অপারেশন শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে এটিএম শামসুজ্জামান

১ min read

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে অপারেশন শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। হঠাৎ অসুস্থবোধ করায় তাকে শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

সকালে এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেওয়া হয়। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। এজন্য আজ দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফল ভাবে শেষ হয়েছে তার।

এরপর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ সালেহ জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে এটিএম শামসুজ্জামান নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!