এপ্রিল ২৫, ২০২৪ ৮:০০ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

নুসরাতকে নিয়ে এবার চলচ্চিত্র

১ min read

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনা নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন প্রবীন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ‘নুসরাত’ শিরোনামেই এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি।

এরই মধ্যে এই চলচ্চিত্রের প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছেন এই নির্মাতা। দেলওয়ার জাহান ঝন্টু বলেন, ‘আশঙ্কাজনকভাবে বাংলাদেশে নারী নির্যাতন ও যৌন হয়রানি বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় নির্মমভাবে জীবন গেল নুসরাতের। একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারি না। দায়িত্ববোধ থেকেই ছবিটি নির্মাণ করব আমি।’

নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন তা শিগগিরই ঘোষণা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই পরিচালক। সব ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় বোরকা পরা ৪/৫ জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

প্রতিবাদী নুসরাত জাহান রাফি ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!