কণ্ঠশিল্পী খুরশীদ আলম সড়ক দুর্ঘটনায় আহত
১ min read
দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৯ মার্চ, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের ম ম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। তখন একটি ট্রাক তাকে বহন করা প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন, মাথায় আঘাত পান।
পরবর্তী সময়ে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে একুশে পদক প্রাপ্ত এই গুণীশিল্পীর মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
গুণী এই কণ্ঠশিল্পীর জন্ম ১৯৪৬ সালে। তার বেড়ে ওঠা পুরান ঢাকার আলাউদ্দীন রোড এলাকায়। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম। তার বাবা এ এফ তসলিমউদ্দিন।