মার্চ ২৮, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

মালয়েশিয়ার ৯২ হলে নিরবের সিনেমা

১ min read

বলিউডের ‘শয়তান’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে পর্দাপন করেছেন ঢালিউডের অন্যতম নায়ক নিরব। গেলো সপ্তাহে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র ‘বাংলাশিয়া’।

মালয়েশিয়ার ১১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই চলচ্চিত্রটি। প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৪৪ লাখ টাকা। আর সপ্তাহ শেষে এই ছবির সংগ্রহে তিন কোটি টাকারও বেশি।

এবার দ্বিতীয় সপ্তাহেও নতুন করে যাত্রা করলো ছবিটি। মালয়েশিয়ার ৯২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বাংলাশিয়া ২.০’। এই ছবির নায়ক নিরব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের ব্যাপার যে ছবিটি দ্বিতীয় সপ্তাহেও ৯২টি হলে চলবে। দর্শকপ্রিয়তার কারণেই ছবিটি এতগুলো হলে মুক্তি পাচ্ছে।’

নিরব জানান, এই ছবির দর্শক বেশির ভাগ মালয়েশীয়। মান্দারিন ভাষার দর্শক ক্রমেই ছবিটিকে আপন করে নিচ্ছে। প্রবাসী বাংলাদেশিরাও ছবিটি দেখছেন।

‘বাংলাশিয়া’ পরিচালনা করেছেন মালয়েশিয়ার পরিচালক নেম উই। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মডেল ও অভিনেত্রী আতিকা সোহাইমি। ৯২ মিনিটের ছবিটির নাম প্রথমে ‘মাংগালা কাউবয়’ ছিল, পরে নামকরণ করা হয় ‘বাংলাশিয়া’।

সিনেমাটি মালে, চায়না, তামিল, থাই, ইংরেজি ও বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!