বলিউড তারকা শহিদ কাপুর ও মীরা দম্পতি একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়। শহিদ কাপুরের সাথে গাঁটছাড়া বাধার পর থেকেই এই গুঞ্জন আলোচনায় ছিলো। তবে একটু দেরিতে হলেও সে গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।
শিগগিরই তাদের দুজনকে দেখা যাবে পর্দায়। আর সেই সুযোগটি হচ্ছে একটি বিজ্ঞাপনের মাধ্যমে। প্রথমবারের মতো শহিদ-মীরা অংশ নিয়েছেন আসবাবপত্র প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে। শিগগিরই টিভি পর্দায় সেটি প্রচার হবে বলে জানা গেছে।
এদিকে আবারো সন্তান সম্ভবা শহিদের স্ত্রী মীরা রাজপুত। দ্রুতই পরিবারে আসতে যাচ্ছে তাদের দ্বিতীয় সন্তান। এমন অবস্থায়ই সম্পন্ন করেছেন বিজ্ঞাপনের শুটিং।
এ ব্যাপারে মীরা বলেন, ‘ক্যামেরা এবং ঝলমলে লাইটের সামনে কাজ করতে গিয়ে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হলো। শহিদ পাশে থেকে সাহস দেয়ায় অনেক কিছুই সহজভাবে সামলে নিতে পেরেছি।’
আরো পড়ুন
অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কেন সেরা?
লোগো পরিবর্তন করলো নোকিয়া
কাঁচা কাঁঠাল খাওয়া কতোটা উপকারি ?