মার্চ ২১, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘রোহিঙ্গাদের জীবন নিয়ে সিনেমা বানাতে চাই’

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গাদের সংগ্রামী জীবন নিয়ে সিনেমা বানাতে চান। ২১ মে, সোমবার চারদিনের সফরে বাংলাদেশে আসেন অভিনেত্রী, সংগীতশিল্পী, প্রযোজক এবং মানবতাবাদী এই শিল্পী।

সফর শেষে ফেরার আগে প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন, ‘কখনো যদি সুবিধা বঞ্চিত রোহিঙ্গা শিশুদের নিয়ে কোনো সিনেমা বানাতে পারি, তাহলে তার নাম দেবো সারভাইবাল।’

ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা সফরের প্রায় পুরোটা সময় কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে কাটান। ওই সময় তিনি রোহিঙ্গাদের মুখ থেকে শুনেন মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত অত্যাচার আর বর্বরতার কথা। তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গেও অনেক সময় কাটান।

প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি কক্সবাজার থেকে লস অ্যাঞ্জেলেসে ফিরে যাব। তবে আমার মাথায় একটি বিষয়ই ঘুরপাক খাচ্ছে যে, ‘‘আমি কত সৌভাগ্যবান যে, আমি এত সুবিধা পেয়েছি।’’ আমি আমার জীবন গড়ার পেছনে সহায়তাকারী প্রতিটি ব্যক্তিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।’

প্রিয়াঙ্কা চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভ থেকে রোহিঙ্গা শিশুদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

error: Content is protected !!