জুন ২, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘সে আসে ফিরে ফিরে’

ছোটপর্দার জনপ্রিয় মুখ সজল-শবনম ফারিয়া দু’জনেই এর আগে চার-পাঁচটি নাটক টেলিছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। নতুন খবর, আবারো তারা জুটি বাঁধলেন নতুন নাটকে; যার নাম ‘সে আসে ফিরে ফিরে’। আরাফাত সেতুর রচনায় নাটকটি পরিচালনা করছেন পৃথুরাজ।

শনিবার ২৩ ডিসেম্বর পুরান ঢাকায় নাটকের শুটিং শুরু হয়েছে, আজ শেষ হবে বলে জানা গেছে। এই নাটকটি নিয়ে সজল জাগো নিউজকে বললেন, গল্পটা বেশ রোমান্টিক, আবার কিছুটা অদ্ভুত।

সজল বলেন, পুরান ঢাকায় শুটিং করছি। একটু কষ্ট হচ্ছে, তারপরেও কাজটি সুন্দর হচ্ছে। কারণ পুরান ঢাকা আমার অনেক পছন্দের একটি জায়গা। এখানকার পথঘাট, খাবার সবকিছুই আমার প্রিয়।

ফারিয়া বলেন, ব্যতিক্রমী গল্পে কাজ করছি। দর্শক নাটকটি দেখলে একঘেয়েমি ফিল করবে না। আর সজল ভাইয়া আমার প্রিয় একজন মানুষ, পছন্দের অভিনেতা। তার সাথে আমার আগের কাজগুলো দর্শকপ্রিয়তা পেয়েছিল। এই কাজটিও ভালো হবে আশা করছি।

‘সে আসে ফিরে ফিরে’ নাটকটি একটি ঘরবাড়ি প্রযোজনা প্রতিষ্ঠানের নির্মাণ। শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

error: Content is protected !!