পানির মডেল সাকিব আল হাসান
১ min read
বর্তমান ক্রিকেট বিশ্বের সুপারস্টার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অনেক রেকর্ড ভেঙ্গেছেন, গড়েছেন নতুন নতুন সব ইতিহাস। দেশের হয়ে, ব্যক্তিগত হিসেবেও অর্জনের পাল্লা অনেক ভারী তার। ক্রিকেটের পাশাপাশি মডেল সাকিবও তুমুল জনপ্রিয়। আর এই কাজটিতে বেশ পারদর্শীও তিনি।
অংকুরের পরিচালনায় এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে গেল ১৭ ও ১৮ অক্টোবর। ঢাকার অদূরে আশুলিয়া ও বিরুলিয়াতে এর দৃশ্যধারণ হয়েছে। সেখানে দুদিন শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব আল হাসান।
বিশাল আয়োজনে নির্মিত এই বিজ্ঞাপনে ডিওপি হিসেবে রয়েছেন ভারতের রাকেশ। এখানে মেকাপম্যান হিসেবে রুপসজ্জার কাজ করছেন মনির হোসেন।
আগামী ১২-১৫ দিনের মধ্যেই বিজ্ঞাপনটি দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার কথা রয়েছে।