এপ্রিল ২৪, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

বাংলাদেশের ৫২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’

১ min read

আসছে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’। বায়ান্নর ভাষা আন্দোলনের সালটার সঙ্গে সামঞ্জস্য রেখে হল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে ৫২ হলে এলেও পরবর্তী সময়ে সংখ্যাটি বাড়তে পারে।

ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।

তিনি বলেন, ‘ছবিটিতে ৫২-এর ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিক বিষয়, কমেডিসহ প্রচুর হিউমার আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন।’

ছবিতে বিপ্লবী চরিত্রে হাজির হয়েছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান ও সাজু খাদেম। পাকিস্তানি কর্মকর্তা হিসেবে এসেছেন ‘লগান’-খ্যাত বলিউড অভিনেতা যশপাল শর্মা। এছাড়া আছেন ফারুক আহমেদ, হাসান আহমেদসহ অনেকে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!