জুন ২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

আসিফের ‘ও প্রিয়া তুমি কেমন আছ’

কণ্ঠশিল্পী আসিফ আকবর ২০০১ সালে নিজের প্রথম একক অ্যালবামে গানে গানে জানতে চেয়েছিলেন ‘ও প্রিয়া তুমি কোথায়’। ১৭ বছর পর ২০১৮ সালে এসে আবারও গানে গানেই প্রিয়ার খোঁজ নিলেন আসিফ। জানতে চাইলেন কেমন আছে ১৭ বছর আগে জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয়া। খুব শিগগিরই আসিফের ‘ও প্রিয়া তুমি কেমন আছ’ শিরোনামের নতুন গানটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।

আসিফ বলেন, ‘হঠাৎ করেই নতুন এ গানের পরিকল্পনা করা। গানটি যখন আমি প্রথম শুনি তখন আমার কাছে মনে হয়েছে ভালো কিছু হতে চলেছে। আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের সূত্র ধরেই এ গান করা। গানটির ব্যাপারে আমি শুধু একটা কথাই বলতে চাই তা হল, নতুন এ গান ‘ও প্রিয়া তুমি কেমন আছ’ এতটাই ভালো হয়েছে যে আমার মনে হয় ১৭ বছর আগে প্রকাশিত হওয়া আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটিকে এই গান অসম্মান করবে না। শ্রোতারা ওই গানের মতো এই গানের মধ্যেও বুঁদ হয়ে যাবেন আশা করি।’

‘ও প্রিয়া তুমি কেমন আছ’ গানের মিউজিক ভিডিওর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন আর সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি।

গানের ভিডিওর শুটিংইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ নিজেই, সঙ্গে আছেন সূচনা।

আরও পড়ুন

error: Content is protected !!