জুন ৮, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

দাম্পত্য জীবনের দুই দশক পূর্তি

তানভীন সুইটি রুপালি পর্দায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। আজ তার দীর্ঘ দাম্পত্য জীবনেরও দুই দশক পূর্তি। রিপন তাহসিনের সঙ্গে ২০ বছর আগে আজকের এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

বিশেষ দিনটিকে স্মরণ করে সেই স্মৃতিময় বিয়ের ৩০টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন সুইটি। মায়ামাখা বিয়ের পুরনো সেই সব পোস্ট করা ছবির ক্যাপশনে সুইটি লেখেন, ‘আমাদের বিয়ের আজকে ২০ বছর হলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

রিপন-সুইটি দম্পতির বিয়ের কিছু ছবি।

২০ বছর আগে বিয়েতে বর-কনের সাজে রিপন ও সুইটি। ছবি: সংগৃহীত
২০ বছর আগে রিপন-সুইটির বিয়েতে বাঁ থেকে রামেন্দু মজুমদার, প্রয়াত আব্দুল্লাহ আল মামুন, রিপন, সুইটি, ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। ছবি: সংগৃহীত
রিপন-সুইটির বিয়েতে অভিনেতা আফজাল হোসেনসহ কয়েকজন অভিনয়শিল্পী। ছবি: সংগৃহীত
বিয়ের দিন শমী কায়সারের সঙ্গে সুইটি। ছবি: সংগৃহীত
উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে রিপন-সুইটি। ছবি: সংগৃহীত
তারিন আহমেদের সঙ্গে সুইটি। ছবি: সংগৃহীত
বর-কনে রিপন-সুইটির সঙ্গে বর্তমান প্রবাসী অভিনেতা টনি ডায়েস। ছবি: সংগৃহীত
বাঁ থেকে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, রিপন, সুইটি ও জাহিদ হাসান। ছবি: সংগৃহীত
তারকা দম্পতি রোজী সিদ্দিকী ও শহীদুজ্জামান সেলিমের সঙ্গে রিপন-সুইটি। ছবি: সংগৃহীত
বিয়ের প্রায় দুই দশক পর রিপন-সুইটি দম্পতি। ছবি: সংগৃহীত

আরও পড়ুন

error: Content is protected !!