দাম্পত্য জীবনের দুই দশক পূর্তি
১ min read
তানভীন সুইটি রুপালি পর্দায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। আজ তার দীর্ঘ দাম্পত্য জীবনেরও দুই দশক পূর্তি। রিপন তাহসিনের সঙ্গে ২০ বছর আগে আজকের এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।
বিশেষ দিনটিকে স্মরণ করে সেই স্মৃতিময় বিয়ের ৩০টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন সুইটি। মায়ামাখা বিয়ের পুরনো সেই সব পোস্ট করা ছবির ক্যাপশনে সুইটি লেখেন, ‘আমাদের বিয়ের আজকে ২০ বছর হলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
রিপন-সুইটি দম্পতির বিয়ের কিছু ছবি।









