মার্চ ২৭, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘সাপলুডু’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মিম

‘সাপলুডু’ সিনেমায় রোববার চুক্তিবদ্ধ হলেন মিম। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আরেফিন শুভ।

বিদ্যা সিনহা মিম জানান, ‘ক্যারিয়ারের শুরুর দিকে দোদুল ভাইয়ের একটা নাটকে কাজ করেছিলাম। খুবই ভালো একজন পরিচালক তিনি। খুবই ভালো ভালো নাটক নির্মাণ করেছেন তিনি। এটা তার প্রথম সিনেমা। এছাড়া আমি শুভর সঙ্গে একটি সিনেমায় কাজ করেছি। সেটিও ভালো হয়েছে। আশা করছি, ভালো একটি কাজই হবে।’

‘সাপলুডু’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গোলাম সোহরাব দোদুল। অ্যাকশন-থ্রিলারধর্মী ‘সাপলুডু’ সিনেমার শুটিং আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে।

গল্পটি তৈরি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে বলেও জানা যায়।

এর আগে মোহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয় করেন মিম। তার অভিনীত ‘দাগ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তারেক সিকদার পরিচালিত এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

আরও পড়ুন

error: Content is protected !!