মার্চ ২৫, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘লাইলা মজনু’র পোস্টার দর্শন

লাইলি মজনু; উপমহাদেশের প্রেম ও ভালোবাসার উপমা হিসেবে যুগের পর যুগ যাদের গল্প বলা হয়ে থাকে তার মধ্যে অন্যতম। ইংরেজি সাহিত্যের রোমিও জুলিয়েটের মতো লাইলি মজনুর গল্পও কালে কালে মুগ্ধতা ছড়িয়েছে সাহিত্য-চলচ্চিত্রে।

এবার বলিউডে নির্মিত হয়েছে লাইলি মজনুকে নিয়ে চলচ্চিত্র। ‘লাইলা মজনু’ নামের সেই ছবির প্রযোজক একতা কাপুর প্রথম পোস্টার প্রকাশ করেছেন সম্প্রতি, আজ সন্ধ্যায় আসবে ট্রেলার। টুইটারে পোস্টারটি প্রকাশ করে একতা লেখেন, ‘রহস্য এবং রসায়ন প্রকাশ হলো। আমাদের লাইলি মজনুকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি।’

এ ছবিতে লাইলি মজনুর চরিত্রে অভিনয় করেছেন অভিনাশ তিওয়ারী ও তৃপ্তি ধিমড়ি।

পরিচালক সাজিদ আলীর এ ছবিটি আগামী ২৪ আগস্ট রুপালি পর্দায় মুক্তি দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

error: Content is protected !!