মার্চ ২৭, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

এবার নায়ক রূপে আসছেন গায়ক আসিফ

সংগীত শিল্পী আসিফ আকবরকে অতিথি শিল্পী হিসেবে নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। মিউজিক ভিডিওতেও অভিনয় করে আসছেন তিনি। সিনেমাতেও কি নায়ক রূপে পাওয়া যাবে আসিফ আকবরকে? আসিফকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অনেকবার। এবার সত্যি সত্যি একটি ওয়েব সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

আসিফ আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসলে সিনেমাতে তো আগে কখনো অভিনয় করিনি। আমাকে কীভাবে উপস্থাপন করা হবে এটা নির্মাতা সৈকত নাসিরই ভালো বলতে পারবে। এবার সত্যিই অভিনয় করতে যাচ্ছি। দেখা যাক কি হয়। নিজেকে প্রস্তুত করছি অভিনয়ের জন্য।’

সবই তো হলো, ছবিতে আসিফ আকবরের বিপরীতে নায়িকা হবেন কে? প্রশ্নের উত্তরে নির্মাতা সৈকত নাসির বললেন, ‘আমাদের পছন্দের তালিকায় আছেন বেশ ক’জন। বিষয়টি চুড়ান্ত হলে জানাতে চাই।’

অ্যাকশন থ্রিলারভিত্তিক এ ওয়েব ফিল্মের নাম ‘ভি আই পি’। আসাদ জামান এবং সৈকত নাসিরের গল্প ও চিত্রনাট্যে এ ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। বিগ বাজেটের এ ওয়েব ফিল্মটির ব্যাপ্তি হবে ১৪০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ১০ মিনিট।

নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেকদিন ধরেই পরিকল্পনাটা চলছিল। এখন সিদ্ধান্তে উপনীত হলাম। এটাকে আসলে ফিল্মই বলা যায়। ৪ কোটি টাকা বাজেটে নির্মিত হবে এ ছবিটি। অ্যাকশন ও থ্রীলারধর্মী একটি ছবি। গল্পের মোড়ে মোড়ে অনেকগুলো টুইস্ট থাকবে। আসিফ ভাই এই ছবির নায়ক, এটা কনফার্ম। আর নায়িকার বিষয়টি এখনই বলতে চাচ্ছি না। শিগগিরই এ নিয়ে ঘোষণা দিবো। তবে বাংলাদেশ কিংবা কলকাতার প্রথম সারির কোনো নায়িকা থাকবে এটা নিশ্চিত। কথাবার্তা চলছে,ফাইনাল হলেই জানানো হবে।’

সৈকত নাসির জানান, নায়িকা কনফার্ম হলে আগামী ঈদের পরপরই ছবির শুটিং শুরু হবে। আর মুক্তির বিষয়টা ছবির কাজ শেষ হলে বলা যাবে, বড় পর্দায় ও রিলিজ হতে পারে ছবিটি।

আরও পড়ুন

error: Content is protected !!