জুন ৯, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

দীর্ঘ ২৭ বছর পর ‘নতুন মুখের সন্ধানে’

বাংলা চলচ্চিত্রে নায়ক-নায়িকা সংকটের প্রসঙ্গ এলেই ঘুরে-ফিরে আসে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার কথা। গত বেশ কয়েক বছরে ধরে শোনা যাচ্ছিল ফের শুরু হতে যাচ্ছে এটি। কিন্তু হই হই করেও হচ্ছিল না। এবার সে বাধা ঘুচেছে। এফডিসি প্রশাসনের সহযোগিতায় পরিচালক সমিতির অধীনে দীর্ঘ ২৭ বছর পর ফের শুরু হতে যাচ্ছে এ প্রতিযোগিতা।

৯ জুলাই, সোমবার এ তথ্য জানান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ বিষয়ে ১৪ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গুলজার বলেন, ‘এ ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করা বেশ কঠিন কাজ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী সামনে এগুচ্ছিলাম, যার কারণে কিছুটা দেরী হলো। প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ অন্যান্য কিছু বিষয়ে চুক্তির বিষয় ছিল। সেগুলো সম্পন্ন হয়েছে। প্রচার স্বত্ব পেয়েছে এশিয়ান টিভি।’

এ নিয়ে চতুর্থবারের মতো ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম হতে যাচ্ছে। এর আগে ১৯৮৪-১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার নতুন মুখের এ আয়োজন করেছিল।

বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক মান্না, দিতি, সোহেল চৌধুরী এ প্রতিযোগিতার মাধ্য দিয়েই চলচ্চিত্রের পর্দায় এসেছিলেন। এ ছাড়া মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারাও ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ে এসেছিলেন।

আরও পড়ুন

error: Content is protected !!