মার্চ ২৮, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

রানী সরকার আর নেই

১ min read

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। ৭ জুলাই, শনিবার ভোর ৪ টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

রানী সরকারের আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। ১৯৫৮ সালে মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয়ে পথচলা শুরু। একই বছর পা রাখেন বড় পর্দায়।

সিনেমার নাম ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। একে একে অভিনয় করেছেন আড়াই শতাধিক সিনেমায়। ষাটের দশকে বাংলা চলচিত্রের অন্যতম সফল অভিনেত্রী রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার সোনাতলা গ্রামে। সে সময়ে উর্দু সিনেমার বেশ প্রসার থাকলেও বাংলা সিনেমার গোড়াপত্তন আসলে তখনি।

‘দূর হ্যায় সুখ কা গাঁও’, ‘চান্দা’, ‘তালাশ’র মতো জনপ্রিয় উর্দু সিনেমায় কাজ করার পাশাপাশি রানী সরকার সমৃদ্ধ করেছেন বাংলা সিনেমাকে।

‘কাচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘চোখের জল’, ‘নাচের পুতুল’ তার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা।

ঢাকার মোহাম্মাদপুরস্থ শেখেরটেক এলাকায় তার ভাইয়ের বউ ও ভাইয়ের দুই মেয়েসহ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তিনি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!