সামিনা চৌধুরী, অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী। নিয়মিত গান গেয়ে চলেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হল তার নতুন গান ‘ফিরতি পথের গল্প’। বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। এটি লিখেছেন ইশতিয়াক রুপু। সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি।
গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘ সুন্দর কথা ও সুরের গান গাইতে সব সময়ই ভালো লাগে। আমি সব সময় বেছে কাজ করি। অল্প গানে কণ্ঠ দেয়, মানসম্পন্ন গানটিকেই কণ্ঠে ধারণ করার চেষ্টা করি মন প্রাণ দিয়ে। ‘ফিরতি পথে গল্প’ গানটির কথা সুর সঙ্গীতাযোজন আমার ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।’
আবিদ রনি বলেন,‘গানের কথাকে প্রাধান্য দিয়ে আমি গানটির সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। সামিনা আপা দেশবরেণ্য শিল্পী। উনাকে পাশে পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আপার কণ্ঠে গানটি ভিন্নমাত্রা পেয়ে গেছে।’
গানটি :
আরো পড়ুন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বাড়ছেই
একজনও কালো টাকা সাদা করেনি : অর্থমন্ত্রী
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা