বলিউড সুপারস্টার শাহরুখ খান ও আলিয়া ভাট প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। রোমান্টিক ঘরানার ‘ডিয়া জিন্দেগী’ ছবিটি নিয়ে ভক্তদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই।
সম্প্রতি ছবিটি জমা দেয়া হয়েছিলো সেন্সর ছাড়পত্রের উদ্দেশ্যে। কোন কাঁটছাঁট ছাড়াই ছবিটিকে ছাড়পত্র দিয়েছে ভারতীয় চলচ্চিত্র সেন্সরবোর্ড (সিবিএফসি)।
‘আনকাট’ ছাড়পত্রের পাশাপাশি সেন্সরবোর্ডের জুরিগণ বলিউড কিং শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন এমন ছবির উদ্যোগ নেয়াতে শাহরুখকে অসংখ্যা ধন্যবাদ। এমন ছবি দর্শকদের প্রাণবন্ত করে তুলবে। শুধুমাত্র তাই নয় সিবিএফসির সেন্সরবোর্ডের এক জুরি জানান, ‘এ ছবি থেকে কোনো দৃশ্য যদি কাটা হতো তবে তা হতো অপরাধের মতোই।’
শাহরুখ-আলিয়া অভিনীত ‘ডিয়ার জিন্দেগী’ ছবিটির এখন পর্যন্ত দুটি গান ও চারটি টিজার প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্যে প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট ও প্রযোজনা সংস্থা।এক্ষেত্রে একটু পিছিয়ে আছে শাহরুখ কারন তিনি এখন ব্যস্ত আছেন তার অন্য দুটি ছবির কাজ নিয়ে। আসছে ২৫ নভেম্বর রূপালি পর্দায় দেখা যাবে ‘ডিয়ার জিন্দেগী’।
আরো পড়ুন
সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর; মুখ খুললেন মিথিলা
এইচএসসি পাসে বিআরটিসিতে চাকরির সুযোগ
আবেগী গল্পে সাজানো নাটক ‘কাছের মানুষ’