মার্চ ২৫, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

চলচ্চিত্র নির্মাণে মিশেল ও ওবামা

নেটফ্লিক্সের সঙ্গে চলচ্চিত্র ও টিভি শো নির্মাণ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা দম্পতি। ২১ মে, সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানায়, কয়েক বছরের জন্য নেটফ্লিক্সের সঙ্গে এক চুক্তিতে স্বাক্ষর করেছেন ওবামা দম্পতি। তাদের তৈরি এসব চলচ্চিত্র ও টিভি শোয়ের মাঝে থাকবে স্ক্রিপ্টেড সিরিজ, আনস্ক্রিপ্টেড সিরিজ, ডকু-সিরিজ, ডকুমেন্টারি ও ফিচার। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

বারাক ওবামা ও মিশেল দুজনেই নেটফ্লিক্সের সঙ্গে এ চুক্তি নিয়ে উচ্ছ্বসিত। বারাক ওবামা জানিয়েছেন, নেটফ্লিক্সের সাথে এই প্রকল্পে তারা অনুপ্রেরণাদায়ী, প্রতিভাবান মানুষদের তুলে আনতে চান এবং তাদের গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে চান।

নিউ ইয়র্ক টাইমস এ বছরের শুরুতেই খবর দিয়েছিল, নেটফ্লিক্সের সঙ্গে কাজ করবেন ওবামা দম্পতি। জানিয়েছিল, স্বাস্থ্যসেবা, পরিবেশ বিপর্যয় এবং অভিবাসন ইস্যুতে কথা বলতে পারেন তারা। এটাও বলা হয়, এসব শোয়ের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প বা তার মতানুসারীদের আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই।

ওবামা দম্পতিকে সাথে পেয়ে তারা খুবই গর্বিত বলে জানিয়েছেন নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার টেড সারানডোস।

মূলত নেটফ্লিক্স একটি বিনোদন সেবা যা সারা বিশ্বে নাটক, চলচ্চিত্র এবং অন্যান্য প্রোগ্রামের জন্য বিখ্যাত।

২০১৭ সালের শেষ নাগাদ সারা বিশ্বে নেটফ্লিক্সের প্রায় ১১.৮ কোটি সাবস্ক্রাইবার ছিল।

আরও পড়ুন

error: Content is protected !!