মার্চ ২৫, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

পূর্ণিমার আড্ডায় শাকিলা ও নিপা

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’।

অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় উঠে আসে।

এবার পূর্ণিমার সাথে আড্ডা দেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা শর্মা ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা।

‘আমরা ভীষণ ব্যস্ত হলেও বন্ধুত্বের জায়গায় ভীষণ ছেলেমানুষ।’ দুজনের বন্ধুত্ব সম্পর্কে পূর্ণিমার প্রশ্নের জবাবে শামীম আরা নিপা এমনটাই জানান।

শাকিলা শর্মা বলেন, ‘মানুষের এমন কিছু গুণ থাকে যা দেখে মুগ্ধ হতে হয়। নিপার মাঝে আমি তেমন কিছু গুণ দেখেছি।’

‘এবং পূর্ণিমার’ এবারের পর্বে জানা যাবে দুই বন্ধুর বন্ধুত্বের দারুণ সব গল্প। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

আরটিভিতে পর্বটি প্রচার হবে শনিবার (১২ মে) রাত ১০টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।

আরও পড়ুন

error: Content is protected !!