মে ৩০, ২০২৩ ৪:২১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

বিজ্ঞাপনে জুটি নোবেল-পূর্ণিমা

প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে দেখা যাবে নোবেল ও পূর্ণিমাকে। শুক্রবার উত্তরার একটি শপিংমলে শুটিংয়ে অংশ নেন তারা। বিজ্ঞাপনটি হলো জমজম টাওয়ার শপিং মলের। এটি নির্দেশনা দিয়েছেন রানা মাসুদ।

তার আগে নির্মাতা রায়হান খানের নির্দেশনায় হুমায়ূন আহমেদের গল্প নিয়ে ‘যদি ভালো না লাগে তো দিওনা মন’ টেলিছবিতে এবং ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে কাজ করেন নোবেল ও পূর্ণিমা।

তবে বিজ্ঞাপনচিত্রে প্রথমবার এবার এই দুই তারকাকে দর্শকরা ছোট পর্দায় দেখতে পাবেন।

নোবেল জানান, ‘ আমি ও পূর্ণিমা এর আগে টিভি নাটকে কাজ করলেও প্রথমবার বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। আমি সবসময়ই খুব বেছে বেছে কাজ করি,এবারও তার ব্যতিক্রম নয়। কনসেপ্টটা ভালো লেগেছে বলে এটাতে কাজ করছি। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন।’

বিজ্ঞাপনটি সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘উত্তরার জমজম টাওয়ার শপিং মলের বিজ্ঞাপনচিত্রে আমি ও নোবেল ভাই কাজ করছি। নোবেল ভাইয়ের সাথে কাজ করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। ভালোভাবেই কাজটি এগিয়ে চলছে।’

আরও পড়ুন

error: Content is protected !!