এপ্রিল ২০, ২০২৪ ৩:২৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

জামিন পেলেন সালমান খান

১ min read

কৃষ্ণ হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের জেল হয়েছিলো বলিউড সুপারস্টার সালমান খানের। তিনি গতকাল শুক্রবার জামিন চেয়েছিলেন। কিন্তু পাননি। অবশেষে আজ শনিবার জামিনে ছাড়া পাচ্ছেন ‘বজরঙ্গি ভাইজান’।

দুদিন কারাভোগের পর আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিনেতার জামিন আবেদন মঞ্জুর করেন যোধপুর আদালত। এসময় আদালতে উপস্থিত ছিলেন বিচারক রবীন্দ্র কুমার জোশী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় যোধপুর আদালতে সালমানের জামিন আবেদনের শুনানি শুরু হয়। তখন আদালত প্রথমে জামিনের রায় দুপুর আড়াইটায় দেওয়ার কথা বলেন। পড়ে তা আরও এক ঘণ্টা বাড়িয়ে দুপুর সাড়ে ৩টা করা হয়।

রায়ের সময় আদালতে সালমানের আইনজীবীসহ উপস্থিত ছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। তাদের আদালতে নিয়ে আসেন সালমানের দেহরক্ষী শেরা।

১৯৯৮ সালে যোধপুরে কৃষ্ণ হরিণ হত্যা করেন বলে সালমান খানের নামের মামলা হয়। দীর্ঘ ১৯ বছর পর সেই মামলায় পাঁচ বছরের জেল হয় সালমানের। তাকে রাখা হয়েছিলো যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাকে। জেলে সালমান খানের সঙ্গী ছিলেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!