সালমান খান-প্রীতি জিনতা। বলিউডে এক সময়ের সাড়া জাগানো জুটি এবং তাদের ভক্তও ছিল অসংখ্য। রোমান্টিক এ জুটির রয়েছে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা। হার দিল যো পেয়ার করে গা, জানে মন, চোরি চোরি, চুপকে চুপকেসহ একাধির ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন প্রীতি।
শুধু পর্দায়-ই নয় বাস্তবেও তাদের সম্পর্ক যে এখনও চমৎকার তার প্রমাণ মিলল শুক্রবার। হরিণ হত্যা মামলায় কারাবন্দী সালমান খানকে দেখতে এ দিন যোধপুর জেলে যান সহ-অভিনেত্রী প্রীতি জিনতা। যোধপুর বিমানবন্দরে নামার সময় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন এ অভিনেত্রী।
তবে মিডিয়ার নজর থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও লাভ হয়নি প্রীতির। মাথায় বড় সাদা টুপিতে নিজের মুখ আড়াল করার চেষ্টাও করেন। তবুও শেষ রক্ষা হয়নি।
সালমান খানের এ কঠিন সময়ে প্রীতির যোধপুর জেলে ছুটে যাওয়াকে ভালো বন্ধুত্বের চোখেই দেখছে সোশ্যাল মিডিয়া।
প্রসঙ্গত, বিয়ের পর প্রীতি স্বামী জিন গুডএনাফ- এর সঙ্গে সান ফ্রান্সিসকোতে থাকেন। তবে মাঝে মাঝে তিনি দেশে আসেন।
সূত্র – এনডিটিভি
আরো পড়ুন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বাড়ছেই
একজনও কালো টাকা সাদা করেনি : অর্থমন্ত্রী
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা