শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় দেখা যাবে মাহি- বাপ্পীকে। গেল বছরই শেষ হয়েছে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিং। অবশেষে এপ্রিল মাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
ছবিটির নির্মাতা শাহনেওয়াজ সানু বলেন,‘ অনেক দিন পরেই হলে আসছে বাপ্পী-মাহি জুটি। আমরা সুন্দর গল্পের একটি ছবি নির্মাণ করেছি। আশাকরি দর্শকরা উপভোগ করবেন ছবিটি।’
নির্মাতা শাহনেওয়াজ শানুর পরিচালনায় এটি দ্বিতীয় ছবি। তার পরিচালিত প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা’ মুক্তি পায় ২০১২ সালে।
‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে মাহির চরিত্রের নাম থাকছে বন্যা। একজন সুপার মডেলের উত্থান-পতনের পাশাপাশি এ ছবিতে একটি পরিবারের গল্প থাকবে। এরমধ্যেই মাহির জীবনে এন্ট্রি নেবেন বাপ্পী।
ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। রোমান্টিক-অ্যাকশন ঘরানায় নির্মিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস।
আরো পড়ুন
যে ৫ খাবারে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে
কাশ্মিরে শাহরুখের ‘পাঠান’, ঝড়; ৩২ বছর পর হাউসফুল
প্রথম দিনেই ১০ বক্স অফিস রেকর্ডে ‘পাঠান’