জুন ৫, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

নতুন ছবি নির্মাণ করবেন তৌকীর

তৌকীর আহমেদ সব শেষ নির্মাণ করেন ‘হালদা’ ছবিটি। গেল বছরের ডিসেম্বরে মুক্তি পায় হালদা। এই ছবিটি মুক্তির আগেই ‘ফাগুন হাওয়া’ নামে একটি ছবি নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তৌকীর আহমেদ।

বলেছিলেন, চলচ্চিত্রটি নির্মিত হবে ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে। কবে শুরু হবে ছবিটির শুটিং? তৌকীর আহমেদ বলেন,‘‘ এখনো ‘ফাগুন হাওয়া’ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ছবিটি নির্মানের প্রস্তুতি চলছে। আরও কিছুদিন পরেই ছবিটি বিষয়ে বিস্তারিত জানাবো।’’

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গুরুত্বপূর্ণ একটি ঘটনা ভাষা আন্দোলন। যা ব্রিটিশ ভারত বিভাগের পরপরই পূর্ব বাংলাকে অস্থিতিশীল করে তোলে। বাঙালি তার অধিকার বুঝে পেতে ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের দিকে যায়। অথচ সেই বিষয়কে মূল কেন্দ্রবিন্দুতে রেখে নির্মিত হয়নি সিনেমা। তৌকীর আহমেদ সে অচলায়তন ভাঙছেন ‘ফাগুন হাওয়া’ নির্মাণের মাধ্যমে।

২০১৮ সালের ছবি হবে ‘ফাগুন হাওয়া’। ছবিটিতে কে কে অভিনয় করবেন জানা যায়নি এখনো।

আরও পড়ুন

error: Content is protected !!