মার্চ ২৮, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

বিমান বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ ‘টারজান’র মৃত্যু

১ min read

টেনেসি হ্রদে বিমান বিধ্বস্ত হয়ে শনিবার (২৯মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টারজান খ্যাত তারকা জো লারা এবং তার স্ত্রী গোয়েন শাম্বলিন লারা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার মৃত্যুর খবরে হলিউডে বিষাদের ছায়া নেমেছে। তার ভক্তরাও প্রিয় তারকার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ছোট এই জেটটি স্মির্ণা, ফ্লোরিডার পাম বিচ, টেনেসি বিমানবন্দর থেকে যাত্রা করার পরে বিধ্বস্ত হয়েছিল।

সিএনএন জানিয়েছে, ফেডারেল এভিয়েশন প্রশাসন নিশ্চিত করেছে বিমানটিতে সাত জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ বেঁচে নেই। তারা আরো জানায়, ‘বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই। আমরা এখন ক্র্যাশ সাইট থেকে যতটা সম্ভব তাদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছি।’

মার্কিন এই অভিনেতা লারা ১৯৮৯ সালে টেলিভিশন চলচ্চিত্র ‘ম্যানহাটনে টারজান’- এ টারজান চরিত্রে অভিনয় করেন। পরে তিনি ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত টেলিভিশন সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চারস’-এ অভিনয় করে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!