ঢাকাই সিনেমার নন্দিত চিত্রতারকা রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেখানে যাওয়ার আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষার ফল আসতেই জানতে পারেন, করোনা পজেটিভ তার। আপাতত শুটিংয়ে যাওয়া হচ্ছে না।
রিয়াজ জানান, তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন। শারীরিক কিছু জটিলতা রয়েছে। তাই বেশ সাবধানে চিকিৎসা নিতে হচ্ছে।
তিনি বলেন, ‘এখন যেহেতু অনেকে করোনায় আক্রান্ত, হাসপাতালে পর্যাপ্ত সিটও নেই। সবকিছু ভেবে আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। আপাতত আইসোলেশনে আছি। হাসপাতালে থাকছি না বটে, কিন্তু সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘উপসর্গ নেই কোনো। তবে আমার সমস্যা হচ্ছে, শরীরে প্রচণ্ড ব্যথা। দুর্বলতাও আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি।’
আরো পড়ুন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বাড়ছেই
একজনও কালো টাকা সাদা করেনি : অর্থমন্ত্রী
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা