কলকাতার ‘অনন্যা’ পুরস্কার পেলেন আঁখি আলমগীর
১ min read
৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতার অন্যতম সামাজিক আয়োজন ‘যোধপুর পার্ক উৎসব’। এ বছর থেকে এ উৎসবে নতুন করে যুক্ত হলো ‘বাংলাদেশ দিবস’। মূলত উৎসবের আকর্ষণ বাড়াতেই এ বছর থেকে বাংলাদেশ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।
এ বছর উৎসব উদ্বোধন করেন খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আর এ বছর বাংলাদেশ দিবস উপলক্ষে সংগীতে বিশেষ অবদানের জন্য ‘অনন্যা’ পুরস্কারে পুরস্কৃত করা হয় বাংলাদেশি জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান আঁখি নিজেই।
ফেসবুকের ঐ পোস্টে জনপ্রিয় এ কণ্ঠশিল্পী লেখেন, “যোধপুর পার্ক ফেস্টিভ্যালের ‘বাংলাদেশি নাইট’ এ মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখার্জীর কাছ থেকে অনন্যা পুরস্কার গ্রহণ করেছি। এরপর দেড় ঘণ্টা চমৎকার শ্রোতাদের সামনে পারফর্ম করেছি। ধন্যবাদ কলকাতা, আমাকে এত ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর জন্য। আমার বিনম্র কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা এবং আপনাদের সকলের কাছে।”
এতে আরো সম্মাননা জানানো হয় সংগীতশিল্পী নাশিদ কামাল, আইয়ুব বাচ্চু ও স্বপ্নীল সজীবকেও। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।