এপ্রিল ২০, ২০২৪ ২:৪৭ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘আসামের এনআরসি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই’

১ min read

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিউইয়র্কের বৈঠক সফল হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসামের নাগরিকপঞ্জিকরণ (এনআরসি) নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ৪ অক্টোবর, শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নাগরিকদের তিনি বলেছেন, আসামের এনআরসি নিয়ে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সবকিছু ঠিক আছে।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সরকারি সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তিনি নয়াদিল্লি পোঁছান। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এনআরসিসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে শেখ হাসিনার।

তিনি আরও বলেন, ‘আমি তো কোনো সমস্যা দেখছি না। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক আছে।’

নিউইয়র্কে সপ্তাহখানেক আগে এনআরসি নিয়ে মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। তখন প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন নরেন্দ্র মোদি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!