এপ্রিল ১৯, ২০২৪ ৬:৫৭ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ঈদ মুবারক

১ min read

ঈদ মুবারক। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, বুধবার পবিত্র ঈদুল ফিতর। সর্বশেষ জাতীয় চাঁদ দেখা কমিটির এক সিদ্ধান্তে এ খবর জানানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হলেও রাত ৮টা ৫০ মিনিটে চাঁদ দেখা যায়নি বলে জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা হবে। আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সংযম সাধনার ইতি ঘটল। ০৫ জুন, বুধবার ধর্মপ্রাণ মুসলমানরা মেতে উঠবে ঈদ আনন্দে, উৎসবে। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে, ধনী-গরিব- নির্বিশেষে সব মানুষ অংশ নেবে ঈদের ঐতিহ্যবাহী আয়োজনে।

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সারাদেশে সম্পন্ন হয়েছে ঈদ জামাতের প্রস্তুতি। জাতীয় ঈদ্গাহে সকাল সাড়ে ৮টায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদে রাজধানীসহ বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জা করা হয়েছে। কালেমা ও জাতীয় পতাকা দিয়ে সড়ক শোভিত করা হয়েছে।

ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সরকারি হাসপাতালেও রোগীদের দেয়া হবে মানসম্মত খাবার।

মুসলিমদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের প্রথমটি ঈদুল ফিতর। হিজরি পঞ্জিকা অনুযায়ী, চাঁদ দেখে মুসলিমরা রমজান শুরু করেন। আবার একইভাবে চাঁদ দেখে রোজা শেষ করে, পরের দিন সকালে ঈদ উদযাপন করেন। এবার বাংলাদেশে ৬ মে, সোমবার রমজান শুরু হয়।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!