মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬ ডিসেম্বর শনিবার ভোর ৬টা ৪৮ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
এরপর থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও সংগঠন তাদের নিজ ব্যানার নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সে সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিজয় দিবসের নানা মুহূর্ত ক্যামেরায় বন্দি করতেও ভুল করছেন না তারা।
বিজয় দিবস উযাপনে অনেকে লাল সবুজের পতাকা হাতে পরিবারের ছোট শিশু সন্তানসহ উপস্থিত হয়েছেন জাতীয় স্মৃতিসৌধে।
আরো পড়ুন
‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কোর হেরিটেজে অন্তর্ভুক্তির উদ্যোগ
সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর; মুখ খুললেন মিথিলা
রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন