এপ্রিল ১৮, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

৮ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১ min read

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সপ্তম আসর শুরু হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। ‘কিছু সমস্যার কারণে’ সেটা পিছিয়ে গেলো ৫ দিন। বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১১ ডিসেম্বর, আর উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এই আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ০৬ নভেম্বর, বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএল সংক্রান্ত এক সভা শেষে বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, ‘বিপিএল উদ্বোধনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। তিনি রাজি হয়েছেন।’

নাজমুল হাসান আরও বলেছেন, ‘প্রাথমিকভাবে ৬ ডিসেম্বর বিপিএল শুরু করতে চেয়েছিলাম। একটা উদ্বোধনী অনুষ্ঠানও করতে যাচ্ছি, সেটার দিনক্ষণ নিয়ে চিন্তায় ছিলাম। অত্যন্ত আনন্দের একটা ব্যাপার হচ্ছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কাউন্ট ডাউন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। ওইদিনই বঙ্গবন্ধু বিপিএলটা উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নিজে আসবেন বলে আমাদের সম্মতি দিয়েছেন। তিনি বিপিএল উদ্বোধন করবেন, আমরা মনে করি এটা আমাদের জন্য বিরাট পাওয়া।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। জনপ্রিয় এই ঘরোয়া আসরটি এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে। বিপিএলের আয়োজন ও দল ব্যবস্থাপনার সব খরচ দেবে বিসিবি।

পরিবর্তন এসেছে ড্রাফটের দিনক্ষণেও। ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে ১৭ নভেম্বর। বিপিএলের ড্রাফট, উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্ট শুরুর তারিখ পরিবর্তন নিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘কিছু সমস্যার কারণে আমরা কয়েক দিন পিছিয়ে দিচ্ছি বিপিএল। ৮ ডিসেম্বর হবে সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ১১ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ। আর খেলোয়াড়দের ড্রাফট হবে ১৭ নভেম্বর।’

৭ দলেরই হবে টুর্নামেন্ট। প্রত্যেক দলের স্পন্সর চূড়ান্ত হওয়ার পথে জানালেন বোর্ড সভাপতি, ‘৭ দল ছিল, ৭ দলই খেলবে। আমরা এরই মধ্যে ৫টি স্পন্সর ঠিক করে ফেলেছি, যাদের আমরা স্পন্সরশিপ দিতে পারি বা দিবো। আবেদন এসেছে আরও বেশি। এখনও আমাদের দুটি জায়গা খালি আছে, আমরা কাউকে দেওয়ার অপেক্ষায় আছি। তবে বিসিবি নিজেরাই চালাতে পারে, এমন সম্ভাবনাও আছে।’

এবারের বিপিএলের কোচের তালিকাতেও রয়েছে বেশ কয়েকজন ‘হাই প্রোফাইল’, এমনটাই ইঙ্গিত দিলেন নাজমুল হাসান, ‘বেশ কয়েকজন কোচকে ঠিক করা হয়েছে আজকে, নামকরা কোচ। চুক্তি এখনও হয়নি, তাই নাম বলছি না। তাদের মধ্যে কেউ কেউ জাতীয় দলে কোচ হওয়ার জন্য আবেদন করেছিল।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!