মার্চ ২৯, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

অস্ট্রেলিয়া চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক

১ min read

সফররত অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী মেরিজ পেইন বলেছেন, ‘আমরা চাই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যাক।’ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

তৃতীয় আইওরা সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি) বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগদানের জন্য তিনি ঢাকায় এসেছিলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানান, মেরিজ পেইন প্রায় ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়সী প্রশংসা করেন।

অষ্ট্রেলিয়া মানবিক দিক বিবেচনায় আগামীতে আরও সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন,‘আমরা এই ইস্যুটির সংস্পর্শে থাকতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন,  ‘বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আমরা মিয়ানমারের সঙ্গে সংলাপ করেছি এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে একটি চুক্তি করেছি কিন্তু তার বাস্তবায়ন হয়নি। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদেরকে অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।’

তিনি বলেন,‘এটা আমাদের জন্য একটি বড় বোঝা। ইতোমধ্যেই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ নতুন শিশু জন্ম নিয়েছে।’

অষ্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভুয়সী প্রশংসা করেন।

ক্রিকেট প্রসঙ্গে মেরিজ পেইন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই এই জনপ্রিয় খেলার একজন ভক্ত। তারা চান অস্ট্রেলীয় জাতীয় ক্রিকেট দল আগামী বছর বাংলাদেশ সফর করুক। খবর বাসস।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!