মার্চ ২৯, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ছে

১ min read

দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ভাতা দুই হাজার টাকা বাড়ানো হবে। বর্তমানে তারা মাসিক সম্মানী ভাতা হিসেবে নগদ ১০ হাজার টাকা পান। এ সম্মানী ভাতা ছাড়াও তারা অন্য যেসব সুবিধা পান তা বহাল রাখা হচ্ছে আসছে বাজেটে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৪৮০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশে প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা মাসিক সম্মানী ভাতা হিসেবে নগদ ১০ হাজার টাকা করে পান। আগামী বাজেটে মাসিক সম্মানী ভাতা দুই হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। এর বাইরে মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুটি উৎসব ভাতা, বিজয় দিবস ভাতা ও নববর্ষ ভাতা পাচ্ছেন। এসব সুবিধা আগের মতোই অব্যাহত থাকছে। মুক্তিযোদ্ধারা প্রতিবছর বিজয় দিবস ভাতাবাবদ এককালীন পাঁচ হাজার টাকা পাচ্ছেন। এতে সরকারের বরাদ্দ রয়েছে ৬৫ কোটি টাকা। আর নববর্ষ ভাতা পাচ্ছেন দুই হাজার টাকা করে। এ জন্য সরকারের বরাদ্দ রয়েছে ৪০ কোটি টাকা। দুই ঈদে মুক্তিযোদ্ধাদের জন্য দুটি উৎসব ভাতায় সরকারের বরাদ্দ আছে ৪০০ কোটি টাকা।

এসব সুবিধা বহালসহ দুই হাজার টাকা ভাতা বাড়ানোর ফলে আগামী অর্থবছরের নতুন বাজেটে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৪৮০ কোটি টাকা। চলতি অর্থবছরে মুক্তিযোদ্ধাদের জন্য তিন হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সে হিসাবে বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে চার হাজার ২৮০ কোটি টাকা।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!