এপ্রিল ২০, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

অগ্নি নিরাপত্তায় গার্মেন্টসের মতো উদ্যোগ নেয়ার পরামর্শ দিলো ইইউ

১ min read

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি গার্মেন্টসের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া ব্যবস্থাগুলো অন্যান্য ভবনের ক্ষেত্রেও নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ২৯ মার্চ শুক্রবার ঢাকায় ইউরোপীয় মিশনগুলোর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে এফআর টাওয়ারে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন কর্মস্থলের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং বাংলাদেশে তৈরি পোশাক খাতের কর্ম পরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৩ সাল থেকে সরকারের সঙ্গে কাজ করে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইইউ মনে করে বাংলাদেশের অন্যান্য শিল্প এবং আবাসন খাতেও সরকারের একই ধরনের পদক্ষেপ নেয়া উচিত।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!