এপ্রিল ১৯, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

চট্টগ্রামের ডিসি হিলে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা’

১ min read

গণহত্যা দিবসকে সামনে রেখে চট্টগ্রামের ডিসি হিলে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা’

গত বৃহস্পতিবার ডিসি হিলের মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এবং পশ্চিমবঙ্গের ভাষাবিজ্ঞানী প্রাবন্ধিক পবিত্র সরকার।
বরাবরের মত এ বইমেলার আয়োজন করছে চট্টগ্রাম একাডেমি।
প্রধান অতিথির বক্তব্যে পবিত্র সরকার বলেন, একটি সঠিক বই পাঠককে পাল্টে দিতে পারে, তার মধ্যে জাগ্রত করতে পারে মানবিক বোধ, পারে মনুষ্যত্বের মশাল জ্বালিয়ে দিতে।
বই পড়ার আনন্দ থেকে পাঠকের মননকে বঞ্চিত করার পেছনে উপনিবেশিক শিক্ষাপদ্ধতিতে দায়ী করে এ প্রাবন্ধিক বলেন, “যে উপনিবেশিক শিক্ষাপদ্ধতি আমরা গ্রহণ করেছি, সেটা পাঠকের মননকে বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত করে।”
বর্তমান প্রজন্মকে বইমুখী করতে আরও বেশি এ ধরনের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
মেলায় অংশ নিয়েছে ২৫টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য স্টল খোলা থকে ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জিন্নাহ চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিসিএন কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুবুল হক ও শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!