এপ্রিল ২৫, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

জামায়াত নিষিদ্ধে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

১ min read

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে রায় পর্যন্ত অপেক্ষার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আদালতে চলমান মামলার রায় শিগগিরই হবে, এমন আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জামায়াতকে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদের নিষিদ্ধ করার জন্য কোর্টে একটি মামলা রয়েছে। সেই মামলার রায় যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ আমরা কোনও কিছু করতে পারবো না। শিগগিরই যদি রায় হয়ে যায়, তাহলে জামায়াত দল হিসেবে নিষিদ্ধ হবে।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারির সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

জামায়াত প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘জামায়াতের কোনও নিবন্ধন নেই। তবে এটা ন্যক্কারজনক যে, তারা নিবন্ধিত না হয়েও জামায়াতের নামে ভোট করেছে। বিএনপির সঙ্গে একযোগে জোট করে ধানের শীষ নিয়ে প্রার্থী হয়েছিল। তবে জনগণ তাদের ভোট দেয়নি। সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।’

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নজিবুল বশরের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, ‘যারা অপরাধী, মানুষ খুন থেকে ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্তদের মধ্যে যারা বিদেশে পলাতক আছে, সেই পলাতক আসামিদের ফিরিয়ে আনার জন্য আমাদের আলোচনা চলছে। বিশ্বাস করি, তাদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে পারবো।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!