এপ্রিল ২৫, ২০২৪ ৫:৫৭ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘উত্তপ্ত বাক্যবিনিময়’ সিইসি ও ড.কামাল হোসেনের

১ min read

২৫ ডিসেম্বর মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে যান ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা। পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন তারা। এ সময় বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। তবে, আলোচনা শেষ না করে বেরিয়ে এসে মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচন কমিশন তাদের কোনো অভিযোগই আমলে নিচ্ছে না।

এসময় ফখরুল বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের যে গ্রেফতার, আক্রমণ, আহত করা হচ্ছে এটা যখন নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে সেই ধরনের কোনো আচরণ পাইনি।’  

এসময় তিনি আরো বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কারণ নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ সৃষ্টি করতে পারছে না।’ 

তবে, নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে পুলিশ বাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বিরুদ্ধে। তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে (সিইসি) নিয়েও অমার্জিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এর জের ধরে সিইসিও ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৈঠক নিয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হলেও নির্বাচন কমিশনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!