মার্চ ২৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘ঐক্যফ্রন্ট নেতারা দিকভ্রষ্ট, তাদের জন্য করুণা হয়’

১ min read

ঐক্যফ্রন্ট নেতারা দিকভ্রষ্ট, তাদের জন্য করুণা হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ ডিসেম্বর, সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমার তাদের জন্য করুণা হয়, কারণ তারা দিকভ্রষ্ট। তাদের আর কোনো নীতি নাই। তারা নীতিভ্রষ্ট।’

‘আদর্শহীনরা কখনো মানুষকে কিছু দিতে পারে নাই এবং দিতেও পারবে না। আমি বলব এরা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না।’

ঐক্যফ্রন্ট জিতলে সরকার প্রধান কে হবে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আমি একটা প্রশ্ন রাখতে চাই, কে হবেন তাদের (ঐক্যফ্রন্টের) সরকার প্রধান? যে এতিমদের টাকা আত্মসাৎ করেছে সে? অথবা ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানকে হত্যা করেছে সে? অথবা কোনো রাজাকার? যাদেরকে যুদ্ধপরাধের সাথে জড়িত থাকার অপরাধে শাস্তি দিয়েছি? তারা এখনো পরিষ্কার করেনি।’

আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, লেখক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন প্রমুখ বক্তব্য রাখেন।-ইউএনবি

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!