মার্চ ২৯, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে’

১ min read

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে।’

১৭ ডিসেম্বর, সোমবার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাহবুব তালুকদার বলেন, ‘আমি কখনো তার বক্তব্যের বিরোধিতা করি না। তিনি তার কথা বলেন। আমি প্রয়োজনে আমার ভিন্নমত প্রকাশ করি।’

‘আপনারা তো সাংবাদিক, আপনারা দেশের সব খবর রাখেন। সবকিছু দেখেন। আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন, নির্বাচনে এখন লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না তাহলে উত্তর পেয়ে যাবেন।’

সারা দেশ থেকে বিরোধীদলের প্রচারে নানা অভিযোগ আসছে। এ অবস্থায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কমিশনার বলেন, ‘আমি আশাবদী মানুষ। এখনো যে সময়টুকু আছে তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পালন করতে হবে। অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী হাকিম), জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম), ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা উচিত। আমি মনে করি সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আশাব্যাঞ্জকভাবে পাল্টে যাবে।’

সব দলের অংশগ্রহণে নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে বলে সিইসির বক্তব্যের বিষয়ে কমিশনার মাহবুব বলেন, ‘সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনর সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হচ্ছে কি না? নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!