এপ্রিল ২০, ২০২৪ ৭:১৬ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

শেখ হাসিনার নির্বাচনি জনসভা ২১-২৪ ডিসেম্বর

১ min read

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনি জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ডি‌সেম্বর, র‌বিবার দুপুরে দলের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া জানান, ‌‘২১ ডিসেম্বর রাজধানীর গুলশান, ২২ ডিসেম্বর সিলেট, ২৩ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ এবং ২৪ ডিসেম্বর ঢাকার কামরাঙ্গীরচরে নির্বাচনি জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন তিনি। এর মধ্য দিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেন শেখ হাসিনা।

গত ১৩ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। এ সময় ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!