এপ্রিল ২৪, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

নির্বাচন বয়কট করব না: ড. কামাল

১ min read

জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করবে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ১৭ নভেম্বর, শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী মহাসমাবেশে ড. কামাল এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পরে কোর্টে মামলা হয়েছিল। তখন আওয়ামী লীগ কোর্টে বলেছিল— এটা পরিস্থিতি মোকাবেলা করার নির্বাচন, দ্রুত আরেকটি নির্বাচন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘তখন কোর্ট আমাকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে ডেকেছিলেন। কোর্ট আমার কাছে জানতে চেয়েছিলেন ওই নির্বাচন নিয়ে। তখন বলেছিলাম, এক কথায় বললে তো বলা যায়, এটা কোনো নির্বাচন না। কিন্তু তারা যখন বলছে, পরিস্থিতির কারণে নির্বাচন করেছে, দ্রুত আরেকটি নির্বাচন করবে। তাই সুযোগ দেওয়া উচিত।’

প্রবীণ আইনজীবী ড. কামাল বলেন, ‘এখন কথা হচ্ছে, দ্রুত নির্বাচন মানে কি ৫ বছর? এটা কি বাংলা অভিধানে নতুন করে যুক্ত হওয়া শব্দ। অল্প মানে ৫ বছর। ভাঁওতাবাজির সীমা থাকা উচিত। ভাঁওতাবাজিতে তাদের গোল্ড মেডেল দেওয়া উচিত। আমরা এখন ভাঁওতাবাজি থেকে মুক্তি পেতে চাই।’

ড. কামাল বলেন, ‘এবার আর নির্বাচন বয়কট-টয়কট হবে না। একবার বয়কট করায় জাতি অনেক ভোগান্তি পেয়েছে।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘বেগম জিয়ার মুক্তি চাই। তিনবারের প্রধানমন্ত্রীকে পরিত্যক্ত জেলখানায় রেখে নির্বাচন হতে পারে না। একজন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করবেন, অন্যজন জেলখানায় থাকবেন, এটা হতে পারে না।’

কামাল হোসেন আরও বলেন, ‘সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, অন্যায় গণগ্রেফতারের কথা বললাম। প্রধানমন্ত্রী বললেন, কাল থেকে আর গ্রেফতার হবে না। কিন্তু এখনো এই গণগ্রেফতার থামেনি।’

নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে কামাল হোসেন বলেন, ‘হাজার কোটি টাকা খরচ করে ইভিএম করছে নির্বাচন কমিশন। খেয়াল-খুশি মতো বাস্তবায়ন করছে সরকার। ইভিএম করতে চাইলে সকলের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে। তাছাড়া এটা ব্যবহার করতে দেওয়া হবে না।’

সমাবেশে বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনকে ভোটযুদ্ধ এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমাদের বিজয়ী হতে হবে। আসুন সবাই ভোটযুদ্ধে অবতীর্ণ হই।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগই প্রথম সাম্প্রদায়িক শক্তির প্রশ্রয় দিয়েছে। আপনারা কার পাশে বসে “কওমি জননী” উপাধি নিলেন, সেটাও জনগণ জানে।’

নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক, আমরা ভোটে আছি এবং শেষদিন পর্যন্ত থাকব। আমার ভোট আমি দেব, লড়াই করে ভোট দেব।’

মওদুদ বলেন, ‘বিএনপি যাতে নির্বাচনে না থাকে সেজন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের দলীয় ফরম বিক্রির মধ্যে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ঢুকে শান্তিপূর্ণ কর্মসূচিকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে।’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপিপন্থি আইনজীবীরাও বক্তব্য দেন। 

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!