মার্চ ২৯, ২০২৪ ২:০২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘সীমিত পরিসরে আলোচনা’ অব্যাহত রাখার পক্ষে ঐক্যফ্রন্ট

১ min read

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি নিয়ে সীমিত পরিসরে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ড. কামাল হোসেন।

৭ নভেম্বর, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলনে ড. কামাল এ কথা জানান।

কামাল হোসেন বলেন, ‘ইতোমধ্যে সারা দেশে হাজার হাজার নেতাকর্মীদের যেসব মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার ও ভবিষ্যতে আর কোনো গায়েবি হয়রানিমূলক মামলা ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের আর গ্রেফতার করা হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম আব্দুর রবমোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাত দফার মধ্য প্রথম দফাই ছিল খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দিয়ে নির্বাচন। দ্বিতীয় দফায় ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা প্রস্তাব করেছি সীমিত পরিসরে আলোচনা চালিয়ে যাওয়ার। তফসিল ঘোষণার সঙ্গে এই আলোচনার কোনো সম্পর্ক থাকবে না। প্রয়োজনে আবারও তফসিল ঘোষণা করা যাবে। তারা বলেছেন, তফসিল রিসিডিউল করা যেতে পারে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করতে মানা (নিষেধ) করেছি। তারপরও যদি করে তাহলে কমিশন অভিমুখে পদযাত্রা করব।’

ফখরুল বলেন, ‘জনগণ আশার আলো দেখলেই আশার আলো দেখা হবে। বৃহস্পতিবার রোড মার্চ করে ঐক্যফ্রন্ট নেতারা রাজশাহী যাবেন এবং শুক্রবার জনসভা করবেন বলে জানান ফখরুল। সাত দফার মধ্যে কয়টা দাবি সরকার মেনেছে জবাবে ফখরুল বলেন, আমরা সবগুলো নিয়েই ভাবছি।’

উল্লেখ্য, ৭ নভেম্বর বুধবার বেলা ১১টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!